খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীক- রুহুল কবির রিজভী
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:১২
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনায় ভুগছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীর নিজ বাসভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কোরআনখানি ও সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধানকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকটময় সময়ে তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশত্যাগ করেননি। নানা ষড়যন্ত্র সত্ত্বেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন।”
তিনি আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতায় দলের ভেতর-বাইরের সাধারণ মানুষ গভীরভাবে ব্যথিত। মানুষের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
অনুষ্ঠানে সকালে এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত করেন। সাদাকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।