বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১১
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহযোগিতায় যুক্তরাজ্য ও চীনের দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বুধবার ঢাকায় পৌঁছাচ্ছেন। এর মধ্যে সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এবং সন্ধ্যায় চীনের চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও বেশি সহযোগিতা করতে দুই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় আসছেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও একই তথ্য নিশ্চিত করে বলেন, “বুধবার সকালেই যুক্তরাজ্য এবং সন্ধ্যায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন।”
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। নিউমোনিয়াসহ ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণের কারণে তিনি মারাত্মক শারীরিক ঝুঁকিতে রয়েছেন বলে চিকিৎসকরা জানান।
তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিএনপি। সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতা—যাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দলের শীর্ষ নেতারাও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মঙ্গলবার রাতেই সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন ৬ মে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে গেলে পরবর্তীতে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।