উত্তরায় মেট্রোরেলের তারে কাপড় পড়ায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮
বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের ট্রেন চলাচল আজ (বুধবার) ২০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি কেবলের উপর কাপড় পড়ে যাওয়ায় এই বিরতি ঘটেছে।
বার্তায় বলা হয়েছে, দুপুর ১২টা ২২ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করা হয় এবং কাপড়টি অপসারণের পর ২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪২ মিনিটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।