বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘তারেক রহমান দেশে ফিরছেন?

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৫

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত ছবি ও পোস্ট ব্যাপকভাবে ছড়িয়েছে। ফেসবুকের একটি আনঅফিসিয়াল ফ্যান গ্রুপে ৩ ডিসেম্বর বিকেলে আরিন রানা নামে এক ব্যবহারকারী দুটি ছবি পোস্ট করে দাবি করেন যে তারেক রহমান ইতোমধ্যেই কাতার এয়ারলাইন্সের A-১০১ ফ্লাইটে দেশে ফিরছেন।

কিন্তু ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, ছবিগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই। বিশ্লেষণে দেখা গেছে, ছবিগুলোর পোশাক, প্যান্টের ধরন এবং মুখাবয়ব পরস্পরবিরোধী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (ডিপফেক) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। বিশেষ করে দ্বিতীয় ছবিটি ১০০% ডিপফেক হিসেবে শনাক্ত হয়েছে।

ফ্লাইট সংক্রান্ত দাবিতেও অসঙ্গতি রয়েছে। কাতার এয়ারলাইন্সের A-১০১ নামের কোনো ফ্লাইট নেই। ফ্লাইট মনিটরিং ওয়েবসাইট অনুযায়ী, QR-১০১ ফ্লাইট দোহা–জেনেভা রুটে পরিচালিত হয় এবং তারেক রহমানের দেশে ফেরার কোনো তথ্য নেই।

জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও তার দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। আরও উল্লেখ্য, ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি লন্ডন থেকে বাংলাদেশ মিশনের কাছে ‘ট্রাভেল পাস’ আবেদনও করেননি।

ফলে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই দাবি ও সংযুক্ত ছবি ভুল ও বিভ্রান্তিকর।

সূত্র:ফ্যাক্টচেক, রিউমার স্ক্যানার, প্রথম আলো



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top