খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫০
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাতার সরকার অফিসিয়ালি সম্মতি দিয়েছে। বিএনপির আবেদনের পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কাতার এ বিষয়ে রাজি হয়েছে। ঢাকায় কাতার দূতাবাস সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় অবস্থান করছেন।
উল্লেখ্য, গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে হাসপাতাল এবং ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে রাখা হয়। রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।