বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

‘হত্যা-চাঁদাবাজির রাজনীতি আর দেখতে চাই না’:ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১

সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি দেখতে চায় না মানুষ। যারা অশুভ রাজনীতির সঙ্গে জড়িত, তাদের চিরতরে উৎখাত করতে হবে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ, আর এই দেশকে এগিয়ে নিতে পারে তরুণ প্রজন্ম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে যে বিপুল মেধাবী শিক্ষার্থী রয়েছে, তাদের যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করা সম্ভব।

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধার পাঁচ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে একটি বিশাল র‌্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীনবরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top