বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন ১৪ জন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার উপদেষ্টা ও সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরী এ তথ্য সাংবাদিকদের জানান।

খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন। তাদের মধ্যে রয়েছেন খালেদার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান, চিকিৎসকরা—ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মো. আল মামুন, এবং নিরাপত্তা ও সহকারী দল—হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

ড. এনামুল হক বলেন, সবকিছু স্বাভাবিক থাকলে শুক্রবার বা শনিবারের মধ্যে খালেদা জিয়াকে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে। যাত্রাপথে তার সঙ্গে চিকিৎসকদের একটি দল থাকবেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের জটিলতায় ভুগছেন। তিনি গত বছরের ৫ আগস্ট মুক্তি পান এবং চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফিরে আসেন। পরবর্তীতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি রাখা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top