এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি: খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩
এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রক্রিয়া।
তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে আসছে না।
এতে করে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাত্রার পরিকল্পনা পিছিয়ে গেছে বলে জানিয়েছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারেনি। সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে।”
তিনি আরও জানান, “ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”
খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।