ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতাল পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।
এদিন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোর কারণে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময়সূচি কিছুটা পিছিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে তা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।’ তিনি আরও বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।’
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।