এসি রুমের ভেতরে নয়, জনগণের কাছে যান: তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২২

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গঠনের পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে হবে; এসি রুমে বসে শুধু পরিকল্পনা করলেই হবে না—জনসমর্থন ছাড়া কোনো কাজ সম্ভব নয়, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, “যদি আমরা এসি রুমের ভেতরে থাকি, তবে কোনো কাজ হবে না। আমাদের ছড়িয়ে পড়তে হবে, পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। তখনই দেশ ও জাতির উপকার হবে।”

তিনি আরও বলেন, “এই কাজগুলো করার জন্য জনসমর্থন প্রয়োজন। আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়িয়ে পদক্ষেপ নিতে হবে। জনসমর্থন দুর্বল হলে অনেক কিছু করা সম্ভব হবে না।”

সভায় তারেক রহমান আরও বলেন, আগামী নির্বাচনে জয়ী সরকার প্রথমে নিশ্চিত করবে আইনশৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা। তিনি বলেন, “প্রতিদিন ঢাকা শহরের যানজট পোহাতে হয়। এটি সমাধান করতে হবে, নইলে প্রতিদিন সময়, শক্তি ও পরিশ্রম নষ্ট হচ্ছে, যা জাতিকে পিছিয়ে দিচ্ছে।”

তিনি জানান, ঢাকা শহরের বাসিন্দা সংখ্যা এখন প্রায় তিন কোটি। প্রতিদিন অন্তত দুই কোটি মানুষ শহরে চলাফেরা করছে। “এদের জন্য যথেষ্ট চলাচলের সুযোগ থাকতে হবে। শহরের পরিস্থিতি এখন তা নিশ্চিত করছে না,” মন্তব্য করেন তিনি।

পরিবেশগত ইস্যুতে তারেক রহমান বলেন, “একজন মানুষ প্রতিদিন প্রায় ১০০ লিটার পানি ব্যবহার করে। কিন্তু ঢাকা শহরে ভূগর্ভস্থ পানি এখন প্রায় ১০০০ ফুট নিচে। নিকটবর্তী বুড়িগঙ্গা নদীর পানি ব্যবহারের অনুপযোগী। এখনই সচেতন হতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top