বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, আশাবাদী চিকিৎসকরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা সবাই অত্যন্ত আশাবাদী যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

তিনি জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম প্রতিদিন বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছে এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বেগম জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকিতে রয়েছেন। পরিবারের সদস্যরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। তবে বর্তমানে তিনি সিসিইউতে থাকায় তার পাশে সরাসরি থাকা সম্ভব হচ্ছে না।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ হোসেন বলেন, সবাই যেন তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেদিন তাকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। তবে পরদিন শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরবর্তীতে ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সংক্রমণ তার হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়ে। অবস্থার আরও অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষায়িত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top