তারেক রহমানের সাথে দেশে ফিরছে পোষা বিড়াল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪

ছবি: সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের আদরের পোষা বিড়াল ‘জেবু’। সকলের মনে প্রশ্ন জেবুও কি আসছে তারেক রহমানের সঙ্গে?

একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গেছে, সাইবেরিয়ান ব্রিডের বিড়াল জেবুর বয়স ৭। ইতোমধ্যেই আলোচিত এই বিলাতি বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সকল অনুমোদন নেয়া হয়েছে। তাই নিশ্চিত করেই বলা চলে, তারেক রহমান শুধু পরিবার নিয়েই নয়, আদরের বিড়াল জেবুকেও সঙ্গে নিয়ে ফিরছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে বিড়ালের সঙ্গে খুনসুটি করার ছবি আগেও ভাইরাল হয়েছে বহুবার। প্রাণীর প্রতি তার ভালোবাসা বিভিন্ন সময় প্রশংসা কুড়িয়েছে।

এর আগেও নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করলে তা ভাইরাল হয়। এভাবেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মাঝেও পরিচিতি পেয়েছে জেবু।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী এবং প্রাণীপ্রেমের বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি হাসতে হাসতে জানান বিড়ালটি মূলত তার মেয়ের, তবে এখন পরিবারের সবারই আদরের হয়ে উঠেছে। সেই সাক্ষাৎকারে তিনি বিড়ালের নাম ‘জেবু’ বলেও উল্লেখ করেন।

মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি মমতার বিষয়েও তিনি মত প্রকাশ করেন। তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন তাই তার প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি ।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top