ঘরের ছেলে ঘরে ফেরার প্রস্তুতি: ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৯
১৭ বছর নির্বাসিত জীবন কাটানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে যাত্রা করবেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক।
বিএনপি তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করতে ইতোমধ্যেই ঢাকায় আসা শুরু করেছেন। স্বাগত জনসমাগম এবং সুষ্ঠু আয়োজনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম এবং শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ১০টি রুটে বিশেষ ট্রেন ব্যবস্থা করা হয়েছে।তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, মিডিয়া টিম প্রধান আবু আবদুল্লাহ সালেহ ও ব্যক্তিগত কর্মকর্তা আবদুর রহমান সানি থাকবেন। বিমানবন্দর থেকে সরাসরি বনানী ও কাকলীর সংবর্ধনা মঞ্চে যাবেন তিনি।
পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে গুলশানের বাসায় উঠবেন।তারেক রহমানের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি এবং বিশেষ টয়োটা ল্যান্ডক্রুজার আমদানি করা হয়েছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুলিশ প্রটেকশন, সাদা পোশাকে ছদ্মবেশী গোয়েন্দা এবং দলের নিরাপত্তা টিম দায়িত্বে থাকবে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চের দৈর্ঘ্য ৪৮ ফুট, প্রস্থ ৩৬ ফুট এবং উচ্চতা ৮ ফুট। সংবর্ধনা মঞ্চে উপস্থিত থাকবেন তারেক রহমানের পরিবার, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা ও বিশিষ্ট নাগরিকরা। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল এলইডি ডিসপ্লে এবং ৯ শতাধিক মাইক স্থাপন করা হবে। সংবর্ধনার জন্য ৩০টি মোবাইল মেডিকেল টিম এবং বিমানবন্দর ও আশেপাশের হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় আসছেন। বিশেষ ট্রেন, অতিরিক্ত কোচ এবং বাসের ব্যবস্থা করা হয়েছে।
বিএনপির সাংগঠনিক নেতারা জানিয়েছেন, নেতা দেখার জন্য নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো উৎসাহ বিরাজ করছে।বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে তারেক রহমানের দেশে ফেরাকে ঐতিহাসিক করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এছাড়া শরিক দল ও জোটের সঙ্গে আসন সমঝোতা এবং বিতর্কিত ও দুর্বল প্রার্থীদের বিষয়ে আলোচনা করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ঢাকার যেকোনো একটি আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারেন। আগামী শনিবার তিনি ভোটার হবেন এবং সময়মতো নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।