হাদির আসনে নুরের দলের প্রার্থী মেঘনা আলম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২
সাবেক মিস আর্থ বাংলাদেশ ও সচেতন পরিবেশকর্মী মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিজেই আজ জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
ঢাকা-৮ আসনটিতে আগের সম্ভাব্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। তিনি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন।
মেঘনা আলম জানিয়েছেন, তিনি নিজের নির্বাচনী প্রচারণায় কাগজের অপচয় রোধ করতে বড় পোস্টার বা লিফলেট ব্যবহার করবেন না। তার পরিকল্পনায় ঢাকা-৮ আসনকে নারীর জন্য সবচেয়ে বন্ধুবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সিসিটিভি ব্যবস্থা, নারীদের জন্য ডে-কেয়ার সুবিধা, আলাদা মসজিদ ও নামাজের স্থান নির্মাণসহ বাস্তবসম্মত উন্নয়নমূলক উদ্যোগ অন্তর্ভুক্ত।
তবে তার নির্বাচনী ইশতেহারে শুধু সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি নয়, বরং বস্তিবাসী ও পথচারীদের জন্য সাশ্রয়ী পাবলিক ওয়াশরুম, বিনামূল্যে ডেন্টাল চেকআপ, নিরাপদ যাতায়াতের জন্য কার্যকর ট্রাফিক কাঠামো, রমজানে বিনামূল্যে ইফতার এবং জনগণকে আইনি সচেতনতা বৃদ্ধির জন্য লিগ্যাল অ্যাসেসমেন্ট ওয়ার্কশপের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মেঘনা আলম জানিয়েছেন, নির্বাচিত হলে প্রতি তিন মাস অন্তর টাউন হল মিটিংয়ের মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং প্রতিটি সেবাকেন্দ্রে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। তিনি বিশ্বাস করেন, মানুষের পুষ্টি, পরিচ্ছন্নতা ও আইনি জ্ঞান বৃদ্ধি করা সমাজে অপরাধ ও অবক্ষয় দূর করতে সবচেয়ে জরুরি।
গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।