ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:১২
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি মনোনয়ন না পাওয়ায় সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ-সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা বিএনপির পদধারী নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তবে রুমিন ফারহানা নিজে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সরাইল উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেছেন, “ব্যক্তির চেয়ে দল বড়। দলের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং মনোনয়নের সিদ্ধান্ত মেনে নেব।”
উপজেলার সাধারণ সম্পাদক অ্যাড. নুরুজ্জামান লস্কর তপু জানিয়েছেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত।”
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইলের ৯টি ইউনিয়নে ভোটার দুই লাখ ৮৮ হাজার ৬০৯, আশুগঞ্জের ৮টি ইউনিয়নে এক লাখ ৫৩ হাজার ৯৯ এবং বিজয়নগরের দুটি ইউনিয়নে ৫৭ হাজার ৭৪০ জন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।