বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

শরীয়তপুরের তিন সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪

সংগৃহীত

শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলার তিনটি সংসদীয় আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার বিকেলে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে শরীয়তপুর–১ (সংসদীয় আসন ২২১) থেকে মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, শরীয়তপুর–২ (সংসদীয় আসন ২২২) থেকে মুফতি ইমরান হোসেন এবং শরীয়তপুর–৩ (সংসদীয় আসন ২২৩) থেকে অ্যাডভোকেট হানিফ মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, সেক্রেটারি হাফেজ মো. সাইফুল ইসলাম, জেলা শাখার সদর মুফতি ফেরদৌস আহমেদসহ জেলার ছয় উপজেলার সভাপতি ও সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশসহ মোট ১১টি মনোনয়নপত্র প্রার্থীরা সংগ্রহ করেছেন।

নির্বাচনকে ঘিরে শরীয়তপুর জেলায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মফিজুর রহমান রিপন,শরীয়তপুর প্রতিনিধি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top