মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

দিনাজপুরে এনসিপি নেতার চাঁদাবাজির চেষ্টা, আটক ২

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৬:১২

সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দলের নেতা এম এ তাফসীর হাসান (৩০) ও তার সহযোগী মঞ্জুর আলমকে চাঁদাবাজির চেষ্টা করতে গিয়ে আটক করেছে স্থানীয়রা। তাফসীর হাসান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী।

ঘটনাটি ঘটেছে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে। ভুক্তভোগী সন্তোষ কুমার রায় জানান, তার পরিবার রাত ৮টায় খাবার শেষ করে ঘুমিয়ে পড়ার পর আসামিরা লোহার পাইপ ও স্টিলের লাঠি নিয়ে বাড়ির সামনে হাজির হয়। তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাফসীর হাসান ও মঞ্জুর আলমকে আটক করে এবং বোচাগঞ্জ থানায় হস্তান্তর করেন। থানার ওসি মো. মিজানুর রহমান জানান, তাদের কাছ থেকে মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি এবং ভিডিও রেকর্ডিংয়ের একটি ছোট ক্যামেরাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী সন্তোষ কুমার রায় রোববার সকালে চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন। আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top