নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, এখনো তা নিশ্চিত হয়নি : আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৬:৫০
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, “আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকের যাচাই-বাছাই প্রক্রিয়া অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।”
তিনি বলেন, “নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি, যা এখনো পুরোপুরি হয়নি। আমি যেটা প্রত্যাশা করি, সেটি এখনো বাস্তবায়িত হয়নি। ২২ তারিখের পর পরিস্থিতি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে আশা করছি, এরপর সবকিছু ঠিক হয়ে যাবে।”
আমির হামজা আরও বলেন, “বিভিন্ন জায়গা থেকে যে চিত্র আমরা দেখছি, তা এখনো আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। নির্বাচন কমিশন যে নির্দেশনাগুলো দিয়েছে, সেগুলো যদি সব প্রার্থী ও তাদের সমর্থকেরা যথাযথভাবে অনুসরণ করে, তাহলে আশা করা যায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।”
নির্বাচন ঘিরে শঙ্কার বিষয়ে তিনি বলেন, “সদর থানা পুড়ে যাওয়া এবং সেখান থেকে অস্ত্র লুট হওয়ার ঘটনায় আমরা এখনো আতঙ্কে আছি। লুট হওয়া অস্ত্রগুলো কোথায় আছে, তা এখনো উদ্ধার হয়নি। দ্রুত এসব অস্ত্র উদ্ধার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে নির্বাচন সুষ্ঠু করা কঠিন হবে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।