জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৬:৪৩
জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু-র মনোনয়নপত্র কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাতিল করা হয়েছে। রূপালী ব্যাংকের ঋণখেলাপি থাকাকে বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক-ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। যাচাইয়ের দ্বিতীয় দিনে মোট ৩২ প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৮ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল প্রার্থীদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন বাতিলের প্রধান কারণ: ভোটারের স্বাক্ষরের ত্রুটি, সম্পদের হিসাব বা হলফনামায় ত্রুটি, মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপি।
দুদিনের যাচাই শেষে ৬১ প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৩৭ জনের বৈধ ঘোষণা করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।