• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২১, ০০:৪১

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে ১৪ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম প্রদর্শিত হবে।

নিউ ইয়র্ক ভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে বিশ্ব দরবারে তুলে ধরার বিশেষ এই উদ্যোগটি নিয়েছে।

সংস্থার সিইও ফাহিম ফিরোজ সাংবাদিকদের জানান, '১৫ আগস্ট মধ্যরাত থেকে এই প্রদর্শনী শুরু হবে। তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। পুরো বিলবোর্ড জুড়ে দেখা যাবে জাতির পিতার ছবি।'

তিনি জানান, '২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ড জুড়ে এই প্রদর্শনী চলবে, যার দৈর্ঘ্য হবে ৭২০ বারে মোট তিন ঘণ্টা। প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ-বিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।'

বিশ্বজুড়েেই সুপরিচিত নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। প্রতিদিন নানা দেশের হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন। টাইমস স্কয়ারে ভবনের সঙ্গে যুক্ত বিলবোর্ড টর ওপর থেকেই ইংরেজি বর্ষবরণের বলড্রপ অনুষ্ঠিত হয়। এবার আইকনিক এই বিলবোর্ডটিতেই দেখা যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top