• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

কাতার থেকে | প্রকাশিত: ২ জুন ২০২১, ০৪:২৫

কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে কাতারের রাজধানী দোহার অদূরে সেন্ট্রাল মার্কেট এলাকার একটি অফিসে কাতার বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুসা। তিনি জানান, সম্প্রতি মূল কমিটিকে না জানিয়ে কতিপয় বিপদগামী সদস্য বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে। যা সম্পূর্ণ অবৈধ।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এতে বিভ্রান্ত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি জানান, বঙ্গবন্ধু পরিষদের মত একটি বুদ্ধিভিত্তিক সংগঠনকে কাতারে শক্তিশালী করার জন্য নানা ভাগে বিভক্ত কমিটিগুলোকে একীভূত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপদেষ্টা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি আবদুল গোফরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল জলিল, রাউজান সমিতির সভাপতি মো: মুহসীন চৌধুরী, ফটিকছড়ি সমিতির সভাপতি তৈয়বুর রহমান সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের পাশাপাশি দেশবাসী ও প্রবাসীদের কল্যাণে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top