জাকসু হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা
জাকসু প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য এখনও অপেক্ষায় আছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা শেষ হয় বলে নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রতিটি কেন্দ্রের ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয়। রাত ১০টার পর শুরু হওয়া গণনা চলে শুক্রবার বিকেল পর্যন্ত। তবে দীর্ঘ সময় ধরে ভোট গণনা চলায় নির্বাচন কমিশন শুক্রবার বিকেলে তা সাময়িকভাবে বন্ধ করে জরুরি বৈঠক ডাকেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয়। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সেদিন রাতেই ফল ঘোষণা করা হবে। কিন্তু পরে দুই দফায় সময় বাড়ানো হয়। সর্বশেষ কমিশন জানায়, আজ শনিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরাও শেষ মুহূর্তের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।