মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

হিলিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

হিলি থেকে | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২১, ২০:৩২

হিলিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিনুর রহমান (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার লোহাচড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শাহিনুর রহমান হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টিম আজ সকালে উপজেলার লোহাচড়া এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-২৭১/২০১২ সংক্রান্তে ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড ও ৩,০০০/-(তিন হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী শাহিনুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top