বাংলাদেশে প্রথম বিমানের ওয়াশরুম বাসে দিচ্ছে এম আর পরিবহণ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০২:২৩

প্রথমবারের মত বাংলাদেশে ওয়াশরুমসহ অত্যাধুনিক কেবিন সিস্টেম স্লীপার কোচ চালু করেছে এম আর পরিবহণ। অত্যাধুনিক স্লীপার কোচটি অশোক লেল্যান্ড ১২মিঃ চ্যাসিসে নির্মাণ করেছে দেশের অন্যতম সেরা বডিবিল্ডার ক্লাচ মোটরস লিঃ। অসাধারণ এই বাসটি নির্মাণ করতে সময় লেগেছে ২ মাস। বাংলাদেশে স্লিপার বাসের মধ্যে এটিকে বলা হচ্ছে নেক্সট জেনারেশন স্লিপার বাস। বাসটি নির্মাণ করতে খরচ পড়েছে ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকা। চট্টগ্রাম থেকে বেনাপোলে রুটে চলবে বাসটি।
এত সুযোগ সুবিধা সম্পন্ন কোন স্লীপার কোচ বাংলাদেশে এর আগে দেখা যায়নি। বাসটি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা শ্যামনগর রুটে চলাচল করবে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০০০ টাকা। বিমানের ওয়াশরুম ইউজ করা হয়েছে। যার দাম ৬ লক্ষ টাকা। পার্টিশানযুক্ত কেবিন সিস্টেম বিজনেস ক্লাস ফর্মেশনে স্লীপার কোচটিতে রয়েছে ২৮ টি বেড। এছাড়া আরো যা যা সুবিধা থাকছে-
নামাযের জন্য বাসের পেছনের দিকে ছোট স্পেস
✅ তার পিছনে ওয়াশরুম
✅ প্রতিটি কেবিনে টেলিভিশন সেট
✅ চার্জিং পোর্ট
✅ কলিং বেল
✅ নেটের ঝুড়ি
✅ এল ই ডি লাইটিং স্ট্রাইপ
✅ এসি কন্ট্রোলার
✅ প্রতিটি কেবিনে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ডিজাইন
✅ ব্লাংকেট
✅ হ্যাংগার
✅ র্যাক
✅ হেডপিলো
✅ ওয়াইফাই সুবিধা (পরবর্তীতে রাউটার লাগানো হলে)
✅ পর্দার বদলে গ্লাস পার্টিশান
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: স্লীপার কোচ এম আর পরিবহণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।