বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১, ১৭:১৮

নিউজফ্ল্যাশ৭১

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার (১৮জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে ৭টি ফেরি।

এদিকে নদী পাড়ের জন্য শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ নিউজফ্ল্যাশ৭১ কে বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জানান, মধ্যরাতে নদীতে কুয়াশা পড়ায় ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

অন্যদিকে সোমবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও ফেরিসহ সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top