সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

দেয়ালে আঁকা বিপ্লব: ২৮ জুলাইয়ের গ্রাফিতিতে জেগে উঠেছিল এক দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৬:৩৫

ছবি: সংগৃহীত

শহরের দেয়ালে দেয়ালে রংতুলিতে লেখা প্রতিবাদ—ফিরে দেখা ২৮ জুলাই। ২০২৪ সালের ২৭ জুলাই বিকেল। আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় আর হামলায় ছত্রভঙ্গ আন্দোলনকারীরা খুঁজে নেয় এক নতুন প্রতিবাদের ভাষা—গ্রাফিতি।

কেবল রাজধানী নয়,  ফেনীর অলিগলি, কলেজ রোড, ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা সড়ক, এমনকি রাজাঝির দিঘির পাড়—সবখানে দেয়ালে ফুটে ওঠে শব্দ আর রঙের জ্বালাময়ী প্রতিবাদ।

শিক্ষা-ছাত্রলীগ, একসঙ্গে চলে না, ভয়ের দেওয়াল ভাঙলো, এবার জোয়ার এলো ছাত্র-জনতার, কারার ঐ লৌহকপাট—এমন শত শত শ্লোগানে মুখর হয়ে ওঠে দেয়াল। শিক্ষার্থীরা হাতে তুলে নেয় রঙতুলি, বুকভরা সাহস আর চোখে প্রতিবাদের আগুন।

দেয়ালে আঁকা হয় গুলির সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের রক্তাক্ত মুখ। শুধু ছবি নয়—তা হয়ে ওঠে এক ইতিহাসের প্রতীক। গ্রাফিতির রঙে রঙে ফুটে উঠেছিল একটাই বার্তা—এই দেশ আর আগের মতো থাকবে না। পরিবর্তন আসবেই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top