রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

মাদারীপুর জেলা মডেল মসজিদের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১২:০৪

ছবি: সংগৃহীত

মাদারীপুরে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। জেলা বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ কয়েক হাজার মুসলমান মসজিদে প্রথম নামাজ আদায় করার জন্য আসেন। জুমার নামাজের ঈমামতি করান মাওলানা মো. রুহুল আমিন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, জুয়েল আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন রানৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্ব সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রিপন মিয়া নামের এক মুসল্লী বলেন, অনেক দিন পূর্বে মসজিদটির ভবন নির্মাণ করা হয়েছিল। বিভিন্ন কারনে নামাজের জন্য মসজিদটি খুলে দেয়া হয়নি। অবশেষে আজ জুমার নামাজের মাধ্যমে মসজিদে নামাজ আদায় করতে পেরে মুসল্লীরা খুবই আনন্দিত।

মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় সাড়ে ১৪ কোটি টাকা ব্যায়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। আমরা ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে দিয়েছি মসজিদটি। ঈমাম নিয়োগ নিয়ে সমস্যার কারনে মসজিদটি উদ্বোধন করা হয়নি। অবশেষে আজ জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন করা হলো।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top