রৌমারীতে ভারতীয় গরু সন্দেহে বিজিবি-এলাকাবাসী সংঘর্ষ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৫:০৭
রৌমারী সীমান্তে ভারতীয় গরু সন্দেহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দুই সহোদর বোন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সীমান্তবর্তী চর ইটালুকান্দা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলিয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন বিজিবি সদস্য চর ইটালুকান্দায় এসে শুকুর আলীর পালিত ৫টি গরুকে ভারতীয় বলে আটক করার চেষ্টা করেন। গরুর মালিকসহ এলাকাবাসী বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় আখিমনি ও শ্যামলী আক্তার নামে দুই বোন আহত হন। আহতদের মধ্যে একজনকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, অপরজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গরুর মালিক শুকুর আলীর স্ত্রী জয়গুন বেগম অভিযোগ করেন, “কারও মিথ্যা তথ্যের ভিত্তিতে আমার পরিবারের ঘরের পালিত গরুগুলো ভারতের বলে দাবি করে বিজিবি সদস্যরা এসে তুলে নেওয়ার চেষ্টা করেছেন। বাধা দেওয়ায় আমার দুই মেয়ে আহত হয়েছেন।”
চরশৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, “বিজিবি ও এলাকাবাসীর মধ্যে ভারতীয় গরু সন্দেহে সংঘর্ষ হয়েছে, কিন্তু গরুগুলো ভারতীয় নয় এবং তারা কোনো চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিলেন না।”
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানিয়েছেন, “ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”
সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোনায়েম বলেন, “বিজিবির কোনো সদস্য আহত হয়নি। তবে আমাদের একজনের পোশাক টানাটানি করে ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।