মিয়ানমারের ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১২:৫৩
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফনান ওরফে পুতুনি (১২) স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতের ঘটনায় স্থানীয়রা ক্ষোভে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও তেচ্ছিব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেছে। সীমান্তের মানুষ মিয়ানমারের গোলার ভয়ে নিরাপদ আশ্রয় খুঁজছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির ঘটনা চলছিল এবং এতে ওই শিশু নিহত হয়েছে। তিনি বলেন, “স্থানীয়রা বিক্ষোভ করছে, সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।”
স্থানীয় বাসিন্দা মোহামদ আমিন জানান, সীমান্তে কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। তিনি বলেন, “গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া গোলাগুলি রোববার ভোরে থেমেছে। মানুষ আতঙ্কে জীবনযাপন করছে।”
উখিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির খবর শুনেছি। আমরা সতর্ক অবস্থানে রয়েছি এবং সীমান্তে নতুন অনুপ্রবেশ রোধের চেষ্টা করছি।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তবর্তী মানুষদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং অবরোধ সরানোর চেষ্টা চলছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।