মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

পাবনায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পাবনা প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ১৭:০৩

পাবনায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পাবনায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে দুপুরে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে জেলা মহিলা আওয়ামীলীগ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে আলোচনা সভায় বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলিসহ অনেকে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top