সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ট্রাইব্যুনালে শেখ হাসিনা: জুলাই গণহত্যা মামলার শুনানি ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১৫:৫১

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে এক নতুন মোড়—মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১০ জুলাই, এই দিনটিতেই ঘোষণা আসবে—আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হবে কিনা।

মামলার মূল অভিযোগ: ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়। প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।

শুধু শেখ হাসিনা নন, মামলায় আরও দুই হাই-প্রোফাইল আসামি: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ৫টি মানবতাবিরোধী অভিযোগ আদালত আমলে নিয়েছে। এর মধ্যে রয়েছে—গণহত্যা, হত্যা পরিকল্পনা, নির্বিচারে গুলি চালানো, রাষ্ট্রীয় সন্ত্রাসের নির্দেশ, জবাবদিহির অস্বীকৃতি।

ট্রাইব্যুনাল এরইমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে হাজিরার নির্দেশ দেয়। তবে শেখ হাসিনা ও কামাল পলাতক থাকায় বিচার হবে অনুপস্থিতিতেই। মামলার প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, এটি শুধু বিচার নয়, ইতিহাসের দায় মেটানো।

এরপর কী? ১০ জুলাই আদেশ হলে শুরু হবে পূর্ণাঙ্গ বিচার। এত বড় রাজনৈতিক ব্যক্তিদের মানবতাবিরোধী মামলায় এই প্রথম সরাসরি অভিযোগ গঠন হতে চলেছে। এই মামলার রায় কেবল একজন নেতার নয়, বরং দেশের ভবিষ্যতের দিকও নির্ধারণ করতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top