শোরুম উদ্বোধনে হেনস্তার শিকার সামান্থা রুথ প্রভু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬
ভারতীয় অভিনেত্রী নিধি আগারওয়ালের পর এবার হেনস্তার শিকার হলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আয়োজকদের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যোগ দেন সামান্থা। অনুষ্ঠানে তিনি কালো ও রূপালি জরির নকশা করা একটি শাড়ি পরেছিলেন। অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ করেই অনিয়ন্ত্রিত ভিড়ের মধ্যে পড়ে যান অভিনেত্রী। মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ধরে বিপুল সংখ্যক মানুষ।
পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা চেষ্টা করলেও ভিড় এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে তারা কার্যত ব্যর্থ হন। নিরাপত্তারক্ষীদের সহায়তা ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না সামান্থা। চারপাশে তৈরি হয় দমবন্ধ করা পরিবেশ। তবে এত চাপের মধ্যেও মেজাজ হারাননি অভিনেত্রী। মুখে হাসি রেখেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন তিনি।
এর কয়েক দিন আগেই একই ধরনের ঘটনার শিকার হন অভিনেত্রী ও শিল্পী নিধি আগরওয়াল। ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে কয়েকশো মানুষের ভিড়ে পড়ে যান তিনি। অভিযোগ, এ সময় কয়েকজন তাকে অশালীনভাবে স্পর্শ করে। ঘটনাটিতে আতঙ্কিত হয়ে পড়েন নিধি আগরওয়াল এবং কোনোভাবে নিজেকে সামলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরপর দুই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনার পর অনুরাগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সামান্থার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন তারকাদের নিরাপত্তা ও আয়োজকদের দায়িত্ববোধ নিয়ে। অনেকের মতে, জনপ্রিয় শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব, যা এ ধরনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।