বছরের শেষে বিচ্ছেদের ঘোষণা নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮
বছর শেষের মুখে ভারতীয় বিনোদন জগতে এল এক বিচ্ছেদের খবর। জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর নিজের বিবাহবিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। রবিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
পোস্টে শ্রীনন্দা জানান, এই সময় তিনি ও তাঁর পরিবার ব্যক্তিগত পরিসরের সম্মান প্রত্যাশা করছেন। বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা হতে পারে উল্লেখ করে তিনি স্পষ্ট করে দেন, এ বিষয়ে তিনি, তাঁর সদ্য প্রাক্তন স্বামী জেভ সাতারাওয়াল কিংবা তাঁর মা, বিশিষ্ট নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর—কেউই কোনো প্রতিক্রিয়া জানাবেন না।
বিচ্ছেদের কারণ বিস্তারিতভাবে উল্লেখ না করলেও শ্রীনন্দার লেখায় স্পষ্ট হয়ে উঠেছে ব্যক্তিগত জীবনের ভাঙনের বেদনা। তিনি ইঙ্গিত দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা সুখী মুহূর্তের ভিডিও বা ছবিই দাম্পত্য জীবনের পুরো সত্য তুলে ধরে না।
উদয় শঙ্কর ও মমতা শঙ্করের উত্তরসূরি হিসেবে নৃত্যজগতে নিজের অবস্থান দৃঢ় করেছেন শ্রীনন্দা শঙ্কর। পাশাপাশি মডেলিং ও অভিনয় ক্ষেত্রেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীনন্দা। কলকাতায় ভারতীয় ও পার্সি—দুই রীতিতেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে এবং পরিবারটি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে বসবাস করছে। সাম্প্রতিক সময়েও সামাজিক মাধ্যমে তাঁদের সুখী দাম্পত্যের নানা ছবি দেখা গিয়েছিল, যা থেকে সম্পর্কের ভাঙনের আভাস পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।