সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড পেলেন মার্কিন র‍্যাপার উইজ খলিফা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪১

সংগৃহীত

মঞ্চের আলো ও চার্ট টপার গানের সাফল্য পেছনে ফেলে এবার আইনি জটিলতায় পড়লেন বিশ্বখ্যাত মার্কিন র‌্যাপার উইজ খলিফা। রোমানিয়ার একটি আপিল আদালত তাকে মাদকদ্রব্য রাখার ও সেবনের অভিযোগে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৩ হাজার ৬০০ রোমানিয়ান লেই জরিমানাও করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে।

মার্কিন ও রোমানিয়ান গণমাধ্যমের তথ্যমতে, গত বছর রোমানিয়ার কৃষ্ণ সাগর উপকূলবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা কোস্টিনেস্টিতে একটি সংগীত উৎসবে পারফর্ম করার সময় মঞ্চে গাঁজা সেবন করেন উইজ খলিফা। পরে তিনি নিজেও বিষয়টি স্বীকার করেন। কনসার্ট শেষে পুলিশ তাকে সাময়িকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং প্রসিকিউশন তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ মাদক রাখার অভিযোগ আনে।

রোমানিয়ার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ওই সময় উইজ খলিফার কাছে ১৮ গ্রামেরও বেশি গাঁজা পাওয়া যায় এবং তিনি মঞ্চে অতিরিক্ত পরিমাণে তা সেবন করেন। আদালত মন্তব্য করেন, একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে প্রকাশ্যে এমন আচরণ তরুণদের মধ্যে মাদক ব্যবহারে উৎসাহ জোগাতে পারে, যা সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না উইজ খলিফা। বরং চলতি সপ্তাহের শুরুতে তাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় র‌্যাপার গুন্নার সঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করছেন।

এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উইজ খলিফা দাবি করেছিলেন, তিনি রোমানিয়াকে অপমান করতে চাননি। তিনি বলেন, কর্তৃপক্ষ তার সঙ্গে সম্মানজনক আচরণ করেছে এবং তাকে চলে যেতে দিয়েছে। ভবিষ্যতে আবার ফেরার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

এদিকে রোমানিয়ার অপরাধবিশেষজ্ঞ ভ্লাদ জাহা জানিয়েছেন, উইজ খলিফার এই শাস্তি তুলনামূলকভাবে কঠোর। তার মতে, সম্পদ, আন্তর্জাতিক পরিচিতি এবং যুক্তরাষ্ট্রে গাঁজার আইনি অবস্থান বিবেচনায় তাকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করে কারাগারে পাঠানোর সম্ভাবনা কম। তবে আনুষ্ঠানিকভাবে বিচারিক অনুরোধ জানানো হতে পারে।

উইজ খলিফার প্রকৃত নাম ক্যামেরন জিব্রিল থমাজ। ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’, ‘সি ইউ অ্যাগেইন’ ও ‘ইয়ং, ওয়াইল্ড অ্যান্ড ফ্রি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top