অপু বিশ্বাস ওয়েস্টার্ন লুকে ভক্তদের মন মাতালেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪
ঢাকাই চলচ্চিত্রের সুপরিচিত ও সফল নায়িকা অপু বিশ্বাস আবারও নজর কেড়েছেন সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই নায়িকা, এবার নিজের ফ্যাশন সচেতনতা ও স্টাইল দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন।
সম্প্রতি তিনি একটি ওয়েস্টার্ন-ফিউশন ফরমাল আউটফিটে ক্যামেরাবন্দি হয়েছেন। ছবিতে দেখা গেছে, অপু পরেছেন শুভ্র সাদা রঙের স্টাইলিশ কোট। কানের দুল ও গলার নেকলেসে ফুটে উঠেছে আধুনিকতার ছোঁয়া এবং আভিজাত্য।
ফটো শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছেন, “তুমি যেমনটা পেতে চাও, নিজেকে ঠিক তেমনভাবেই গড়ে তোলো।” এরই সঙ্গে নেটিজেনরা তার ফ্যাশন ও সৌন্দর্য নিয়ে প্রশংসায় ভাসছেন। কমেন্ট বক্স মুহূর্তের মধ্যে ভরে গেছে ভক্তদের উচ্ছ্বাসপূর্ণ মন্তব্যে। একজন লিখেছেন, “অসাধারণ ছবিগুলো, কারো নজর যেন না লাগে মাশাআল্লাহ অপু।” আরেক ভক্ত বলেছেন, “আমার হৃদয়ের আয়নাতে শুধু তোমাকেই দেখি।”
প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে পরিচিত হন। তার আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু হয়, যা পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর তিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নতুন লুকে হাজির হওয়া অপু বিশ্বাস এবারও প্রমাণ করলেন, রূপালি পর্দার জাদু ও ব্যক্তিগত স্টাইল একসঙ্গে ভক্তদের হৃদয় জয় করতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।