সাবেক স্ত্রীর মানহানিকর মামলায় কুমার শানুর পক্ষে রায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৫:২২
গত কয়েক মাসে ভারতের জনপ্রিয় গায়ক কুমার শানু ও তার সাবেক স্ত্রী ্রীতা ভট্টাচার্য-এর মধ্যে মানহানির বিতর্ক সর্বত্র আলোচিত হয়েছে। রীতা ভট্টাচার্য দাবি করেছিলেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন তিনি অত্যন্ত কষ্টে দিন কাটিয়েছেন এবং কুমার শানু তখন পরকীয়ায় লিপ্ত ছিলেন। সামাজিক মাধ্যমে এই মন্তব্যের ফলে গায়ক ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এরপরই কুমার শানু সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন। সম্প্রতি সেই মামলার রায় কুমার শানুর পক্ষেই আসে। আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছেন যে, রীতা ভট্টাচার্য ভবিষ্যতে গায়ককে নিয়ে কোনো মানহানিকর মন্তব্য করতে পারবেন না।
গণমাধ্যমে কুমার শানু এবং তার আইনজীবী আদালতে জানান, রীতার মিথ্যা মন্তব্য তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং তাকে আর্থিক ও মানসিক ক্ষতির মুখে ফেলেছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক স্ত্রীকে গায়ককে নিয়ে কুমন্তব্য বা মানহানিকর মন্তব্য থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয়েছিল কুনিকা সদানন্দের বক্তব্য থেকে, যেখানে তিনি বিগ বসে কুমার শানুর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কের কথা উল্লেখ করেন। এরপর রীতা সাক্ষাৎকারে দাবি করেন, “আমি যখন অন্তঃসত্ত্বা, সেই সময়ই ও (কুমার শানু) অন্য সম্পর্কে ছিল। তখন নানা আলোচনা আমার কানে এসেছে। আমার বয়স কম ছিল, তাই পুরোটা বুঝতে পারিনি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।