মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পৃথিবীর কাছ দিয়ে যাবে তাজমহলের ৩ গুণ বড় গ্রহাণু

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০৫:১৭

পৃথিবীর কাছ দিয়ে যাবে তাজমহলের ৩ গুণ বড় গ্রহাণু

তাজমহলের প্রায় তিন গুণ আয়তনের বিশাল এই গ্রহাণুটি শনিবার (২৪ জুলাই) পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে যাবে। তবে মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এটি পৃথিবীর জন্য হুমকি নয় বলে।

নাসা জানিয়েছে, গ্রহাণু ২০০৮ জি০২০ গ্রহাণুটির ব্যাস প্রায় ২২০ মিটার। মহাকাশের জ্বলন্ত এই প্রস্তরটি চলে যাবে পৃথিবীর খুব কাছ দিয়ে। এই সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮ হাজার মাইল। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটা তার থেকে প্রায় ১২ গুণ দূর দিয়ে যাবে এই গ্রহাণু। এরপরও একে ‘নেয়ার আর্থ অবজেক্ট’ বা পৃথিবীর কাছাকাছি বস্তু হিসেবে ধরা হয়েছে।

অনেক দূরে থাকার ফলে আশা করা যাচ্ছে যে, এই গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারবে না। এরপরও অত্যন্ত সতর্ক রয়েছে নাসা। তাই এই গ্রহাণুকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বস্তু হিসেবে চিহ্নিত করেছে তারা।

কারণ অনেক সময় এই গ্রহাণুগুলির মধ্যে মধ্যাকর্ষণ শক্তি থাকে, যা তাদের গতিপথকে পরিবর্তন করে দেয়। এর ফলে পাশ দিয়ে যাওয়ার সময় পৃথিবীর সঙ্গে সেটি ধাক্কা খেতে পারে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top