শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে হত্যা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গারকোলা ব্রিজ মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— একই গ্রামের বড় মসজিদ পাড়ার খোদা বক্স মন্ডল ছেলে আনোয়ার হোসেন মিন্টু মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা সকালে কৃষি কাজের জন্য মাঠে গিয়েছিলেন। এ সময় কয়েকজন পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হামজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং মিন্টু হাসপাতালে পৌঁছানোর আগেই নিহত হন।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।"



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top