মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আজ ব্যাঙ্গালুরু-রাজস্থান লড়াই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ০৩:২৫

আজ ব্যাঙ্গালুরু-রাজস্থান লড়াই

আইপিএলের হাইভোল্টেজ লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

চলতি আইপিএলে দারুণ ছন্দে আছে রাজস্থান। তারা দুটি ম্যাচ জিতেছে ২১০ আর ১৯৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। ফলে পয়েন্ট তালিকাতেও এক নম্বরে আছে সঞ্জু স্যামসনের দল।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ২০৫ রান করেও পাঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়া ব্যাঙ্গালুরু দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ১২৯ তাড়া করতে নেমে কোনোমতে ৩ উইকেটে জয় পেয়েছে।

পাঁচদিনের বিরতির পর আজ ফের মাঠে নামছে বিরাট কোহলির দল। দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার সাত নম্বরে।

সম্ভাব্য একাদশ

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ।

রাজস্থান রয়্যালস
জস বাটলার, জশস্বী জ্যাসওয়েল, দেবদূত পাডিক্কেল, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), সিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নভদ্বীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, ইয়ুজবেন্দ্র চাহাল।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top