জয়পুরহাটে ইউএনও জিম্মি নাকি মহড়া? ভোটের প্রস্তুতিমূলক চক্রান্তে চাঞ্চল্য
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৯:৩৫
জয়পুরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর রহমানকে কার্যালয়ে ঢুকে দুই দুর্বৃত্ত জিম্মি করেছে—এমন চাঞ্চল্যকর খবরে কয়েক ঘণ্টা ভয়ে ছায়া নেমে আসে স্থানীয়দের মধ্যে।
তবে পরে জানা যায়, এটি কোনো বাস্তব ঘটনা নয়। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ যৌথভাবে একটি মহড়া আয়োজন করেছিল। মহড়ার অংশ হিসেবে পরিকল্পিতভাবে ইউএনও কার্যালয়ে ‘দুর্বৃত্ত প্রবেশ’ এবং ‘জিম্মি পরিস্থিতি’ সৃষ্টি করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কমান্ডো কায়দায় অভিযান চালিয়ে দুই দুর্বৃত্তকে আটক এবং ইউএনওকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
মহড়ায় স্থানীয় মানুষজন প্রথমে আতঙ্কিত হলেও পরে বিষয়টি জানার পর স্বস্তি প্রকাশ করেন। ব্যবসায়ী মো. সোহেল রানা বলেন, “হঠাৎ চারদিক থেকে পুলিশ ও সেনা এসে দৌড়ঝাঁপ শুরু করলো, ভেবেছিলাম সত্যি কোনো ঘটনা। পরে শুনলাম মহড়া।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর রহমান বলেন, “জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় জরুরি। এ ধরনের মহড়া আমাদের প্রস্তুতি যাচাই ও বাস্তব পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিশ্চিত করে।”
মহড়ার মূল লক্ষ্য ছিল জিম্মি উদ্ধার, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ, দ্রুত সমন্বয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দক্ষতা যাচাই করা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।