বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের পাশে পুলিশ কান্নার ছবি ভুয়া, এআই দিয়ে তৈরি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৯:৩১

সংগৃহীত

যশোর কারাগারে বন্দি থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম-এর স্ত্রী কানিজ সুবর্ণা ও তার নয় মাসের শিশুসন্তান সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। মৃত স্ত্রী ও সন্তানকে শেষবার দেখা করার সুযোগ জেলগেটে নেওয়ার সময় অনলাইনে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, জুয়েল হাসানের পাশে কয়েকজন পুলিশ সদস্য কান্নায় চোখ লুকাচ্ছেন, যা ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করে।

তবে ফ্যাক্টচেক ও রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী ছবিটি ভুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে জুয়েল হাসানের ভিন্ন একটি ছবি নিয়ে এই কনটেন্ট তৈরি করা হয়েছে। পুলিশ সদস্যদের অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থা সাধারণভাবে অস্বাভাবিক এবং AI-জেনারেটেড ছবির বৈশিষ্ট্য বহন করে।

ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন টুল যেমন হাইভ ডিটেক্ট এবং ডিপফেক-ও-মিটার ব্যবহার করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ছবিটি সিংহভাগ সম্ভাবনায় AI-জেনারেটেড।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, সাংবাদিক ও কলামলেখক শরীফুল হাসানের ফেসবুক পোস্টে একটি আসল ছবি আছে, যেখানে সাদ্দামকে কয়েকজন পুলিশ ধরে আছে। এই ছবির ভিত্তিতেই AI প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।

ফলে, ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের পাশে পুলিশ কান্নায় চোখ লুকাচ্ছেন দাবি করা ছবি প্রকৃত ঘটনা নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্মিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top