জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘোষণা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ২১:৩৩
চূড়ান্ত বিচার কার্যক্রম শেষে ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। এবারের আসরে চলচ্চিত্র ‘সুরঙ্গ’-এ অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
অন্যদিকে, ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন আইনুন পুতুল। একই সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার সুমন।
এ বছর যৌথভাবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। বাংলাদেশ চলচ্চিত্রে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার মাধ্যমে আবারও দেশের চলচ্চিত্রাঙ্গনে উৎসবের আমেজ ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।