দীর্ঘ দুই যুগ পর রংপুরে যাচ্ছেন বিএনপি্র চেয়ারম্যান তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৯:৩৭
দীর্ঘ দুই যুগ পর রংপুরে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি জনসভায় বক্তব্য রাখবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমনের কারণে রংপুরে বিএনপির নেতাকর্মীরা একযোগে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। যারা মনোনয়ন পাননি, তাদের মধ্যে পূর্বের মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চলছে। রংপুরে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীরা দ্বারে দ্বারে যাচ্ছেন।
তারেক রহমান বিকেলে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন। রংপুরে ৬টি নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে প্রতিটি আসনে চার থেকে পাঁচজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চূড়ান্ত মনোনয়নের পর কিছু মনোনয়ন বঞ্চিত নেতা প্রচারণায় অংশ না নেওয়ায় শোকজও হয়েছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রংপুর চেম্বার ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে আসাদুল হাবিব দুলু বলেন, “নির্বাচনকে সামনে রেখে রংপুর অঞ্চলে বিএনপির পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে, যা জনসভায় দৃশ্যমান হবে।” তিনি আরও জানান, বিভাগের ৩৩টি আসন থেকে নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত থাকবেন।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু জানান, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা রয়েছে এবং সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জনসাধারণের নিরাপত্তার জন্য মহানগর পুলিশ জানিয়েছে, মঞ্চ ও আশেপাশের এলাকা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় থাকবে। পোশাকধারী এবং সাদাপোশাকধারী পুলিশ দায়িত্ব পালন করবেন। তল্লাশি চৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানিয়েছেন, জনসভা এলাকা ও চলাচলের রাস্তা নিরাপদ রাখার জন্য গোয়েন্দাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।