মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আবারও বাবা হলেন কপিল শর্মা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৪১

 কপিল শর্মা

সম্প্রতি হঠাৎ করে তার ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধের ঘোষণা দেন জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল। পরে ভক্তরা কৌতূহল প্রকাশ করলে জানান নতুন অতিথি আগমনের কথা।

দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা। সোমবার (১ ফেব্রুয়ারি) মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেই ভক্তদের এ খবর জানান।

টুইটে কপিল শর্মা লিখেছেন, ‘নমস্কার! আজ ভোরে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। সৃষ্টিকর্তার কৃপায় নবজাতক ও মা দু’জনেই সুস্থ আছে। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও প্রার্থনার জন্য ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা।’

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালের ডিসেম্বরে গিনি চাতার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কপিল শর্মা। পরের বছর তাদের মেয়ে আনায়রার জন্ম হয়। কিছুদিন আগে তার বয়স এক বছর পূর্ণ হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top