শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

টেলর সুইফট ও ট্রাভিস কেলসির রাজকীয় বিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১

সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি দীর্ঘ প্রতীক্ষার পর তাদের বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালের ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্রঘেঁষা বিলাসবহুল হোটেল ‘ওশান হাউস’-এ বসছে তাদের রাজকীয় বিয়ের আয়োজন। (সূত্র: ডেইলি মেইল)

ওশান হাউসের তথ্য অনুযায়ী, অতিথিদের থাকার জন্য রুমপ্রতি খরচ ৬০০ থেকে ৭৫৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার থেকে ৯০ হাজার টাকা। ভেন্যুর বিভিন্ন অংশের ভাড়া আলাদা নির্ধারিত। বড় আয়োজনের জন্য ‘ইস্ট লন’ ভাড়া প্রায় ৩,৫০০ ডলার, সমুদ্রসৈকতে ‘বিচ’ ভেন্যুর ভাড়া ১৫,০০০ ডলার, এবং ১৫০ জন ধারণক্ষম ‘সাউথ লন’ ভাড়া সিজন অনুসারে ৫,৫০০ থেকে ৬,৫০০ ডলার।

খাবারের খরচও উল্লিখনযোগ্য। অতিথিপ্রতি ডিনারের প্লেটের দাম ৩৩৫ থেকে ৫৬৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ থেকে ৬৮ হাজার টাকা। অতিথিদের বিনোদনের জন্য থাকছে ব্যক্তিগত বোট ও ইয়ট ক্রুজ, স্পা, ইয়োগা সেশন এবং ক্যাবানাসহ বিভিন্ন বিলাসবহুল সুবিধা।

প্রথমে টেলর নিজস্ব ম্যানশন ‘ওয়াচ হিল’-এ বিয়ের পরিকল্পনা থাকলেও, বিশাল অতিথি তালিকার কারণে শেষ পর্যন্ত ওশান হাউস চূড়ান্ত করা হয়। ট্রাভিসের এনএফএল সতীর্থদের সঙ্গে টেলরের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি নিশ্চিত হওয়ায় অতিথি সংখ্যা অনেক বেড়ে গেছে।

বাজেটের দিক থেকে, যদি অতিথি সংখ্যা কমপক্ষে ২০০ জন হয়, শুধুমাত্র ডিনারের খরচই পড়বে ৬৭,০০০ থেকে ১,১৩,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা)। ভেন্যু ভাড়া, থাকার ব্যবস্থা, বিনোদন, সাজসজ্জা ও ইভেন্ট ব্যবস্থাপনার খরচ মিলিয়ে বিয়ের মোট খরচ সহজেই কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

এবার দেখা যাচ্ছে, ঘরোয়া বিয়ের গুঞ্জন থাকলেও টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে এক জাঁকজমকপূর্ণ এবং বিলাসবহুল মহোৎসবে রূপ নিতে যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top