“আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি"

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৮

সংগৃহীত

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান মানেই পর্দায় নতুন চমক। গত কয়েক বছর ধরে প্রতিটি সিনেমাতেই ভিন্ন লুক আর অভিনব স্টাইলে হাজির হচ্ছেন তিনি। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও কীভাবে একজন মানুষ নিজেকে এমনভাবে বারবার বদলে ফেলতে পারেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল রয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।

সম্প্রতি শাকিব খান নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি শেয়ার করেন, যেখানে তিনি চিরচেনা স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন। ছবির কমেন্ট বক্সে এক ভক্ত প্রশ্ন করেন, কীভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে পরিবর্তন করতে পারেন।

ভক্তের কৌতূহল এড়িয়ে যাননি মেগাস্টার। তিনি উত্তর দিয়েছেন,

“সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।”

নিজের নিরন্তর পথচলার কথা উল্লেখ করে শাকিব আরও বলেন,

“আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।”

ভক্তরা তার এই মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই বলছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে।

বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে, যেখানে আবারও তাকে নতুন কোনো অবতারে দেখার অপেক্ষায় রয়েছে সিনেমাপ্রেমীরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top