বিশ্বজুড়ে ‘অ্যাভাটার’–ঝড়: নতুন কিস্তিতে কী চমক?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩
একটা সিনেমা যদি শুধু দেখার না হয়ে একটা জগৎ হয়ে ওঠে—তাহলে সেটাই ‘অ্যাভাটার’। গল্পটা জেমস ক্যামেরন লিখেছিলেন নব্বইয়ের দশকেই। কিন্তু প্রযুক্তি তখন প্রস্তুত ছিল না। ২০০৯ সালে যখন মুক্তি পেল, সিনেমার ভাষাই বদলে গেল।
প্যান্ডোরার নীল মানুষ, সবুজ বন, উজ্জ্বল জলপ্রপাত—থ্রিডি ভিজ্যুয়ালে দর্শক ঢুকে পড়ল এক ভিনগ্রহে। কিন্তু ‘অ্যাভাটার’ শুধু চোখের আরাম নয়। এটা প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের লোভ নিয়ে প্রশ্ন তোলে।
এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ এখন মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে, বাংলাদেশেও। এবার গল্পের কেন্দ্রে আবারও সলি পরিবার। নেটেয়ামের মৃত্যুর শোক কাটতে না কাটতেই নতুন হুমকি—অ্যাশ ক্ল্যান।
জেমস ক্যামেরন বলছেন, এবার নাভিদের শুধু ভালো দিক নয়, তাদের অন্ধকার দিকও দেখানো হবে। আগুন এখানে রাগ আর ঘৃণার প্রতীক, আর ছাই—শোক আর ক্ষতির। ভিজ্যুয়াল আগের মতোই দুর্দান্ত। ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সেটা বোঝায়। তবে সমালোচকদের মতে, আবেগের জায়গায় সিনেমাটি আগের মতো গভীর নয়।
বিষয়: অ্যাভাটার

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।