রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

হাতিরঝিল থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১

সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় একটি বাসার গ্যারেজ থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো আফরিদা চৌধুরী (১০) ও তার এক বছর চার মাস বয়সী ভাই ইলহাম চৌধুরী। তাদের বাবার নাম মোসলে উদ্দিন চৌধুরী, এবং পরিবারের গ্রামের বাড়ি কুমিল্লা, কোতোয়ালি থানা।

রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ওসি গোলাম মোর্তুজা। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সকালে সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল দুই শিশুটি। পরে নিকট আত্মীয়রা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, “আমরা খবর পেয়ে গ্যারেজের ফ্রিজিং গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top