দুই বছরের পর ছেলের সঙ্গে সাক্ষাৎ ওমর সানীর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২
ঢালিউড অভিনেতা ওমর সানী দুই বছরের দূরত্ব কাটিয়ে অবশেষে ছেলে ফারদিন এহসান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের জেদ্দায়। দীর্ঘদিন বাবা-ছেলে আলাদা থাকার পর এই মিলন ঘটে, যেখানে তারা একসঙ্গে ওমরাহ পালনও করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন ওমর সানী। ভিডিওতে দেখা যায়, কান্নায় ভেঙে পড়েছেন তিনি। তিনি বলেন, “আমার ছেলে ফারদিন দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে, সে দুবাইতে কাজ করছে। জেদ্দায় ওর সঙ্গে দেখা হলো। ওমরাহ করতে এসেছে, আল্লাহ যেন সবসময় সুস্থ ও নিরাপদ রাখেন।”
ওমর সানী আরও জানান, ফারদিন তাদের একটি ছবি মায়ের কাছে পাঠিয়েছিল, যা দেখে ছেলে অঝোরে কান্না করেছে। বাবা-ছেলের এই অকৃত্রিম ভালোবাসার মুহূর্ত নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
অভিনেতা সকলের কাছে দোয়া চেয়েছেন, “ওর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সবসময় সুখে-শান্তিতে রাখেন।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।