যমজ সন্তানদের নিয়ে ‘দুশ্চিন্তায়’ করণ জোহর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১
বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহর সম্প্রতি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্টে অংশগ্রহণ করে নিজের শৈশবের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশেষভাবে তিনি আট বছরের যমজ সন্তান যশ ও রুহি-র প্রতি তার দুশ্চিন্তার কথা তুলে ধরেছেন।
করণ জানান, শৈশবে স্কুলে ওজন বৃদ্ধির কারণে কটাক্ষের শিকার হতেন। এই অভিজ্ঞতা থেকে তিনি বাবা হিসেবে সন্তানদের ওজন নিয়ন্ত্রণ বিষয়ে সচেতন। তিনি বলেন, “শৈশব নিয়ে আমি এতটাই ভয় পাই যে, এখন আমার সন্তানদের ওজন নিয়েও দুশ্চিন্তা হয়। আমি সবসময় বলি—চিনি খাও না, যাতে ওরা স্বাস্থ্যসম্মত থাকে।”
ফুটবল খেলায় নিজে সুযোগ না পাওয়ার কারণে করণ চান, যশ ও রুহি ভালোভাবে ফুটবল শিখুক। তিনি আরও জানান, সন্তানদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তবে সামাজিক মাধ্যম থেকে পুরোপুরি দূরে রাখা কঠিন।
করণ জোহর বলেন, সন্তানদের লজ্জার কারণ না হওয়ার জন্য নিজেও তার পোশাক নির্বাচন বিবেচনা করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যশ ও রুহি জন্মগ্রহণ করেছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।